AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





WBP Recruitment: প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশের পার্সোনালিটি টেস্টের কল লেটার! জেনে নিন কীভাবে করবেন ডাউনলোড।

 

WBP Recruitment: প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশের পার্সোনালিটি টেস্টের কল লেটার! জেনে নিন কীভাবে করবেন ডাউনলোড


ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ করা হয়েছে সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর (UB) ও সাব ইন্সপেক্টর (AB) পদে নিয়োগের পার্সোনালিটি টেস্টের কল লেটার। যে সকল প্রার্থীরা এই পার্সোনালিটি টেস্টে অংশ নেবেন তাঁরা (wbpolice.gov.in) থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন।

কল লেটার ডাউনলোড করবেন কিভাবে?


১) প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) এ যেতে হবে।


২) এরপর ‘Recruitment to the post of Sub-Inspector/ Lady Sub-Inspector of police in West Bengal police – 2020’ তে ক্লিক করতে হবে।


৩) ‘Download e-Call Letter for Personality Test’ লিঙ্কে ক্লিক করতে হবে।


৪) এবার ‘Click here to download Call Latter for Personality test to the post of Sub-inspector/lady Sub-Inspector(UB) and Sub-Inspector (AB) in West Bengal police-2020’ তে ক্লিক করতে হবে।


৫) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।


৬) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রাখবেন প্রার্থীরা।


প্রসঙ্গত, বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুন ২০২৩ (7.06.23) থেকে এই পার্সোনালিটি টেস্ট শুরু হবে। কল লেটারে বেশ কিছু নির্দেশের উল্লেখ থাকবে। যা মানতে হবে প্রার্থীদের। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।


Download Call Latter: Click Here








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area