AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





Geography Sample Questions Paper - I for WBCS Main Exam [ Practice Set - I based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    
(ক) ৬৮°৭’ পূর্ব দ্রাঘিমা        (খ) ৮০° পূর্ব দ্রাঘিমা       (গ) ৯৭° ২৫’ পূর্ব দ্রাঘিমা        (ঘ) ৮২.৫° পূর্ব দ্রাঘিমা

2.  আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
(ক) পঞ্চম       (খ) ষষ্ঠ        (গ) সপ্তম        (ঘ) অষ্টম

3.  পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
(ক) ভারত ও শ্রীলঙ্কা        (খ) ভারত ও পাকিস্তান        (গ) বাংলাদেশ ও শ্রীলঙ্কা        (ঘ) শ্রীলঙ্কা ও মায়ানমার

4.  ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
(ক) গোয়া        (খ) কলকাতা        (গ) এলাহাবাদ         (ঘ) নতুন দিল্লী

5.  ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
(ক) শ্রীলঙ্কা        (খ) বাংলাদেশ         (গ) মালদ্বীপ        (ঘ) মায়ানমার

6.  ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
(ক) পাকিস্তান       (খ) নেপাল       (গ) চীন        (ঘ) শ্রীলঙ্কা

7.  জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
(ক) দ্বিতীয়        (খ) তৃতীয়        (গ) চতুর্থ        (ঘ) পঞ্চম

8.  ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
(ক) ১৯৫৫ সালে        (খ) ১৯৫৬ সালে         (গ) ১৯৫৭ সালে        (ঘ) ১৯৫৮ সালে

9.  কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ? 
(ক) রাজস্থান         (খ) বোম্বাই         (গ) মধ্যপ্রদেশ         (ঘ) পাঞ্জাব

10.  ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
(ক) পাঞ্জাব ও চণ্ডীগড়       (খ) পাঞ্জাব ও হরিয়ানা        (গ) হরিয়ানা ও চণ্ডীগড়         (ঘ) কোনটিই নয়

11.  কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
(ক) ১৯৬৬ সালে        (খ) ১৯৬৭ সালে       (গ) ১৯৬৮ সালে       (ঘ) ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী

12.  কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
(ক) মহীশূর        (খ) মণিপুর        (গ) ব্যাঙ্গালোর          (ঘ) ম্যাঙ্গালোর

13.  সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
(ক) ১৯৭৭ সালে        (খ) ১৯৭৬ সালে        (গ) ১৯৭৫ সালে        (ঘ) ১৯৭৪ সালে

14.  কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
(ক) ১৯৯৩ সালে        (খ) ১৯৯২ সালে         (গ) ১৯৯১ সালে         (ঘ) ১৯৯০ সালে

15.  কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
(ক) ভারত ও বাংলাদেশ          (খ) বাংলাদেশ ও নেপাল         (গ) ভারত ও শ্রীলঙ্কা          (ঘ) কোনটিই নয়

16.  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
(ক) আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ        (খ) পণ্ডিচেরী        (গ) লাক্ষাদ্বীপ        (ঘ) কোনটিই নয়

17.  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
(ক) পণ্ডিচেরী        (খ) লাক্ষাদীপ         (গ) দমন ও দিউ         (ঘ) চণ্ডীগড়

18.  ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
(ক) গোয়া        (খ) সিকিম        (গ) অরুণাচল প্রদেশ        (ঘ) মেঘালয়

19.  ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ] 
 (ক) বিহার        (খ) উত্তরপ্রদেশ        (গ) দিল্লী        (ঘ) পশিমবঙ্গ

20.  ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
(ক) গোয়া        (খ) সিকিম        (গ) অরুণাচল প্রদেশ        (ঘ) মেঘালয়

21.  ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
(ক) মালদ্বীপ         (খ) নেপাল        (গ) ভুটান        (ঘ) শ্রীলঙ্কা

22.  ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
(ক) বাংলাদেশ       (খ) ভুটান       (গ) শ্রীলঙ্কা        (ঘ) নেপাল

23. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে  ?
(ক) মায়ানমার        (খ) শ্রীলঙ্কা        (গ) বাংলাদেশ        (ঘ) ভুটান

24.  ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?
(ক) এভারেস্ট        (খ) গডউইন অস্টিন         (গ) কাঞ্চনজঙ্ঘা        (ঘ) ধবলগিরি

25.  পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
(ক) হিমালয়        (খ) আরাবল্লী        (গ) আন্দিজ          (ঘ) রকি

Top Post Ad

Below Post Ad

Ads Area