AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





Geography Sample Questions Paper - II for WBCS Main Exam [ Practice Set - II based on Geography of India with special reference to West Bengal ]




1. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
(ক) জম্বু ও কাশ্মীর        (খ) শ্রীনগর ও জম্বু        (গ) শ্রীনগর ও লে        (ঘ) লে ও চীন

2.  নাথুলা পাস কোথায় অবস্থিত ?
(ক) সিকিমে        (খ) ভুটানে        (গ) কাশ্মীরে        (ঘ) তিব্বতে

3.  রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(ক) উত্তরপ্রদেশ         (খ) হিমাচলপ্রদেশ        (গ) আসাম        (ঘ) সিকিম

4.  যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
(ক) গঙ্গোত্রী         (খ) যমুনোত্রী         (গ) রুপকুন্ড         (ঘ) ভীমতাল

5.  ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
(ক) গডউইন অস্টিন         (খ) কাঞ্চনজঙ্ঘা         (গ) চমোলারী        (ঘ) হিডন পিক

6.  নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবোর্চ্চ শৃঙ্গ ?
(ক) শিবালিক        (খ) হিমাচল         (গ) হিমাদ্রি         (ঘ) কোনটিই নয়

7.  ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
(ক) বালটোরা        (খ) রিমো        (গ) সিয়াচেন          (ঘ) হিস্পার

8.  লক্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(ক) কাশ্মীর       (খ) হিমাচল প্রদেশ         (গ) মণিপুর        (ঘ) ত্রিপুরা

9.  গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(ক) সারামতী        (খ) জাপভো        (গ) নকরেক        (ঘ) শিলং

10.  গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
(ক) আরাবল্লী        (খ) সিঙ্গলিলা        (গ) কারাকোরাম        (ঘ) ধাওলাধর

11.  ‘ভারতের খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?
(ক) ছোটনাগপুর মালভূমি        (খ) মালব মালভূমি        (গ) রেওয়া মালভূমি       (ঘ) কোনটিই নয়

12.  ধুঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে ?
(ক) নর্মদা         (খ) মহানদী          (গ) ব্রহ্মপুত্র        (ঘ) গঙ্গা নদী

13.  নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
(ক) আনাইমুদি        (খ) ডোডাবেট্টা         (গ) ধুপগড়         (ঘ) অমরকন্টক

14.  কোন অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’ বলা হয়  ?
(ক) থাঞ্জাভুর        (খ) মাদ্রাজ         (গ) কন্যাকুমারী         (ঘ) করমন্ডল উপকূল

15.  গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
(ক) কোলার         (খ) চিল্কা         (গ) পুলিকট         (ঘ) কোনটিই নয়
16.  নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল -
(ক) সবিরাম আগ্নেয়গিরি          (খ) ঘুমন্ত আগ্নেয়গিরি         (গ) মৃত আগ্নেয়গিরি         (ঘ) কোনটিই নয়


17.  ‘রণ’  কাকে বলা হয় ?
(ক) গুজরাটের অগভীর জলাভূমিকে
(খ) কেরালার উপহ্র্দগুলিকে  
(গ) কেরালা উপুকুলের জলাভূমিকে
(ঘ) আন্দামানের পর্বতময় দ্বীপগুলিকে

18.  সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় ?
(ক) মানস সরোবরের নিকটবর্তী সিন-কা-বাব নামক জলধারা
(খ) কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
(গ) মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং–দুং-হিমবাহ
(ঘ) অমরকন্টক

19.  শতদ্রু কোন নদীর উপনদী ?
(ক) গঙ্গার উপনদী       (খ) সিন্দু নদের উপনদী        (গ) যমুনার উপনদী        (ঘ) কোনটিই নয়

20.  কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
(ক) দেবপ্রয়াগে       (খ) হরিদ্বারে        (গ) গিরিয়াতে        (ঘ) বিহারে

21.  অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায় ?
(ক) গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা        (খ) সতোপন্থ হিমবাহ       (গ) অমরকন্টক        (ঘ) আনাসাগর হ্রদ

22.  গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
(ক) গোমতী        (খ) শোন        (গ) যমুনা        (ঘ) দামোদর
23.  ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
(ক) লাডাক        (খ) ছোটনাগপুর        (গ) পামীর        (ঘ) আকসাই চীন

24.  মাউন্ট হ্যারিয়্ট পর্বত কোথায় অবস্হিত ?
(ক) নেপালে         (খ) সিকিমে        (গ) আন্দামান দ্বীপপুঞ্জে         (ঘ) ত্রিপুরায়

25.  ‘ভেম্বানাদ কয়াল’ কি ?
(ক) একটি নদী         (খ) একটি হিমবাহ          (গ) একটি উপহ্রদ         (ঘ) একটি পর্বতশৃঙ্গ


Top Post Ad

Below Post Ad

Ads Area