AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৩ বিজ্ঞপ্তি | WBPSC Miscellaneous Service Recruitment Examination 2023 Notification

WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৩ বিজ্ঞপ্তি | WBPSC Miscellaneous Service Recruitment Examination 2023 Notification




WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৩ বিজ্ঞপ্তি | WBPSC Miscellaneous Service Recruitment Examination 2023 Notification


পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামিনেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যার মাধ্যমে আপনারা মিসলেনিয়াস পরীক্ষা কী, মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে কোন কোন পদে চাকরি পাওয়া যায়, মিসলেনিয়াস পরীক্ষা দিতে যোগ্যতা কী লাগে ইত্যাদি সমস্ত কিছু জানতে পারবেন।


রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পরীক্ষার নামমিসলেনিয়াস সার্ভিসেস
যোগ্যতাগ্র্যাজুয়েশন পাশ
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in

মিসলেনিয়াস পরীক্ষা:

মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা হল রাজ্য স্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যেসকল পরীক্ষাগুলি হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল মিসলেনিয়াস পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন দপ্তরের অফিসার নিয়োগ করা হয়ে থাকে।
পদের নাম :
  • অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার
  • ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার / ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার
  • ব্লক ইয়ুথ অফিসার / মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার / ব্যুরো ইয়ুথ অফিসার
  • ব্লক ওয়েলফেয়ার অফিসার / ওয়েলফেয়ার অফিসার
  • ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার
  • অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার
  • অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার
  • কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
  • ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স
  • কাস্টমার ওয়েলফেয়ার অফিসার
  • সেভিং ডেভেলপমেন্ট অফিসার
  • পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস
  • অডিটর অব কো-অপারেটিভ সোসাইটি
  • অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অব রেভিনিউ
  • এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
  • লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
  • অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
  • ইনভেস্টিগেশন ইনস্পেক্টর
  • রেভিনিউ ইনস্পেক্টর 
  • ইত্যাদি বিভিন্ন পদে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা :

মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হল গ্র্যাজুয়েশন পাশ। যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলেই, এই পরীক্ষাটি দেওয়া যায়।

বয়সসীমা :

মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার জন্য ২০ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়।

মাসিক বেতন :

মাসিক বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা পর্যন্ত। এছাড়াও সেই সঙ্গে বিভিন্ন সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :
  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • পার্সোনালিটি টেস্ট

মোট তিনটি পর্যায়ে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা, যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মেন পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হয়।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরুপরে জানানো হবে 
আবেদন প্রক্রিয়া শেষপরে জানানো হবে 


গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
Whatsapp Groupযুক্ত হন


অফিসিয়াল বিজ্ঞপ্তি টি নীচে দেওয়া আছে 👇👇👇 দেখেনিন

WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৩ বিজ্ঞপ্তি | WBPSC Miscellaneous Service Recruitment Examination 2023 Notification






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area