AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর

 ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর 

ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর


ভারতের নতুন সংসদ ভবন জিকে


নমস্কার বন্ধুরা,

আজ ভারতের নতুন সংসদ ভবন জিকে প্রশ্ন উত্তর  আপনাদের দিচ্ছি, যেটিতে নতুন পার্লামেন্ট হাউস বা বিল্ডিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে বাংলায়। জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে New Parliament House থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন:- নতুন সংসদ ভবনের ডিজাইন করেছেন কে? নতুন সংসদ ভবনটি উদ্বোধন করলেন কে? ইত্যাদি।


ভারতের নতুন সংসদ ভবন জিকে


1.ভারতের নতুন সংসদ ভবনটির ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয়েছিল?

Ans:- ১০ই ডিসেম্বর, ২০২৩


2.নতুন পার্লামেন্ট হাউসের আকৃতি কীরূপ?

Ans:- এটি দেখতে সাধারণভাবে ত্রিভুজাকার হলেও, বাহুর নিরিখে এটি ষড়ভুজাকার (Hexagon)


3.নতুন সংসদ ভবনটির ডিজাইনার বা আর্কিটেক্ট কে?

Ans:- ড. বিমল প্যাটেল


4.কোন প্রোজেক্টের আওতায় এই নতুন পার্লামেন্ট বিল্ডিংটি তৈরি করা হলো?

Ans:- Central Vista Redevelopment Project


5.নতুন ভবনটি তৈরির জন্য কোন আর্কিটেক্ট ফার্ম কাজ করেছে?

Ans:- গুজরাটের HCP Design, Planning and Management Pvt. Ltd.


6.নতুন সংসদ ভবনটি বানানোর মূল দায়িত্ব নিয়েছিল কোন কোম্পানি?

Ans:- Tata Projects Ltd.


7.এই নতুন সংসদভবনটি তৈরির জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছিল?

Ans:- ৮৬২ কোটি টাকা


8.কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী?

Ans:- ১১ই জুলাই, ২০২২


9.এই জাতীয় প্রতীকটি কোন ধাতু দিয়ে তৈরী?

Ans:- ব্রোঞ্জ


10.জাতীয় প্রতীকটির ওজন কত?

Ans:- ৯,৫০০ কেজি


11.কবে ভারতের নতুন সংসদ ভবনটি উদ্বোধন করা হলো?

Ans:- ২৮শে মে, ২০২৩


12.নতুন সংসদ ভবনটির উদ্বোধন করলেন কে?

Ans:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


13.নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে কত টাকার কয়েন লঞ্চ করা হলো?

Ans:- ৭৫ টাকার কয়েন


14.এই ভবনটি তৈরী করতে কত বছর লেগেছে?

Ans:- প্রায় আড়াই বছর


15.এই নতুন বিল্ডিংটি তৈরী করতে মোট কত শ্রমিক কাজ করেছে?

Ans:- প্রায় ৬০,০০০ জন শ্রমিক


16.সম্পূর্ণ নতুন সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট অর্থাৎ কয়টি ফ্লোর রয়েছে?

Ans:- চার তলা


17.নতুন সংসদ ভবনটির মোট ক্ষেত্রফল কত?

Ans:- ৬৫,০০০ বর্গ মিটার


18.নতুন সংসদ ভবনে লোক সভায় কত সিট ক্যাপাসিটি রয়েছে?

Ans:- ৮৮৮টি


19.এই লোক সভা কক্ষে সিট সংখ্যা প্রয়োজনে বাড়িয়ে করা যেতে পারে?

Ans:- ১২৭২টি


20.নতুন সংসদ ভবনে রাজ্য সভায় আসন সংখ্যা বা সিট ক্যাপাসিটি কত?

Ans:- ৩৮৪টি


21.নতুন পার্লামেন্টে দুই কক্ষে মোট সিট ক্যাপাসিটি কত?

Ans:- ১২৭২টি


22.নতুন লোক সভা কক্ষটির থিম কী?

Ans:- ময়ূর, জাতীয় পাখি


23.নতুন রাজ্য সভা কক্ষটির থিম কী?

Ans:- পদ্ম, জাতীয় ফুল


24.নতুন ভবনে কোথায় যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে?

Ans:- লোক সভা কক্ষে


25.সেঙ্গল বা সেনগল (Sengol) কী?

Ans:- এটি একটি সোনার রাজদন্ড, যেটি লর্ড মাউন্ট ব্যাটেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে প্রদান করেছিলেন; এটি এতদিন এলাহাবাদ মিউজিয়ামে রাখা ছিল


26.এই সেঙ্গলটি কোন রাজবংশ ব্যবহার কত?

Ans:- তামিলনাড়ুর চোল রাজবংশ


27.সেঙ্গল শব্দের অর্থ কী?

Ans:- তামিল শব্দ সেম্মাই থেকে সেঙ্গল শব্দটি এসেছে, যার অর্থ "সত্য"


28.বর্তমানে এই সেঙ্গলটি নতুন সংসদ ভবনের কোথায় স্থাপন করলেন নরেন্দ্র মোদী?

Ans:- লোকসভার স্পিকারের চেয়ারের কাছে


29.নতুন সংসদ ভবনটির জীবন সীমা(Lifespan) কত বছর নির্ধারণ করা হয়েছে?

Ans:- ১৫০ বছর


30.নতুন সংসদ ভবন তৈরির উপাদান কোথা এসেছে?

Ans:- সেগুন কাঠ-মহারাষ্ট্র

পাথর- রাজস্থান

কার্পেট- উত্তরপ্রদেশ

বাঁশ- ত্রিপুরা

হোয়াইট মার্বেল- গুজরাট

স্টিল- দমন ও দিউ

ম্যানুফ্যাকচারড স্যান্ড- হরিয়ানা


31.নতুন সংসদ ভবনের মোট কয়টি প্রধান দরজা রয়েছে?

Ans:- মোট ৩টি দরজা


32.নতুন সংসদ ভবনের দরজা বা প্রবেশ দ্বার গুলির নাম কী?

Ans:- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার


33.এই প্রবেশ দ্বার গুলিতে কোন কোন প্রাণীর মূর্তি রাখা হয়েছে?

Ans:- হাতি, ঘোড়া, রাজহাঁস, ঈগল এবং পৌরানিক প্রাণী শার্দুলা ও মকরা


34.নতুন পার্লামেন্ট ভবনটি ভূমিকম্পের কোন সিসমিক জোনের প্যারামিটারে ডিজাইন করা হয়েছে?

Ans:- জোন-৫ অর্থাৎ এই বিল্ডিং ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে


35.নতুন ভবনে কয়টি গ্যালারী রয়েছে ও কী কী?

Ans:- ৩টি গ্যালারী; যথা:- সঙ্গীত গ্যালারী, স্থাপত্য গ্যালারী ও শিল্প গ্যালারী


36.নতুন সংসদ ভবনে কয়টি কমিটি রুম রয়েছে?

Ans:- ৬টি


37.মন্ত্রী পরিষদের অফিস হিসাবে কয়টি রুম রয়েছে?

Ans:- ৯২টি


38.নতুন সংসদ ভবনে সাংসদদের জন্য কী কী ব্যবহারের' ব্যবস্থা রয়েছে?

Ans:- লাউঞ্জ, ডাইনিং হল এবং লাইব্রেরি


39.নতুন বিল্ডিং-এ অতিরিক্ত কোন স্পেশাল Hall রয়েছে?

Ans:- Constitution Hall


40.ভারতের নতুন সংসদ ভবনের বিশেষত্ব কী কী?

Ans:- ১) গ্রীন কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করা হয়েছে

২) রেনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম

৩) সৌর শক্তির উৎপাদন ও ব্যবহার

৪) এনার্জি সেভিং ডিভাইসের ব্যবহারে ৩০ শতাংশ বিদ্যুৎ খরচ কম হবে

৫) ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন

৬) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুকূল ব্যবস্থা






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area