AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF | Tokyo Olympics Medalist in India 2020

২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF | Tokyo Olympics Medalist in India 2020

২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF | Tokyo Olympics Medalist in India 2020
২০২০ টোকিও অলিম্পিকে ভারত 

WBCS Notebook 

নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ২০২০ টোকিও অলিম্পিকে ভারত লিস্ট সহ শেয়ার করলাম। যার মধ্যে টোকিও অলিম্পিক ২০২০ তে পদকজয়ী ভারতীয়দের নাম ও তাদের সাধারণ কিছু তথ্য দেওয়া আছে। সুতরাং দেরী না করে একনজরে দেখে নাও টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত।

টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত মোট সাতটি পদক জিতেছে। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এবং এই অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মীরাবাঈ চানু।

২০২০ টোকিও অলিম্পিকে ভারত

০১. সাঁইখোম মীরাবাঈ চানু
■ জন্মঃ ৮ই আগস্ট ১৯৯৪
■ জন্মস্থানঃ পূর্ব ইম্ফল, মণিপুর
■ খেলাঃ ভারোত্তোলন
■ ইভেন্টঃ মহিলাদের ৪৯ কেজি বিভাগ
■ পদকঃ রুপো

০২. লাভলিনা বরগোঁহাই
■ জন্মঃ ২রা অক্টোবর ১৯৯৭
■ জন্মস্থানঃ গোলাঘাট, আসাম
■ খেলাঃ বক্সিং
■ ইভেন্টঃ মহিলাদের ওয়েলটার ওয়েট
■ পদকঃ ব্রোঞ্জ

০৩. পি. ভি. সিন্ধু
■ জন্মঃ ৫ই জুলাই ১৯৯৫
■ জন্মস্থানঃ হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ ইভেন্টঃ মহিলাদের সিঙ্গেলস
■ পদকঃ ব্রোঞ্জ

০৪. রবি কুমার দাহিয়া
■ জন্মঃ ১২ই ডিসেম্বর ১৯৯৭
■ জন্মস্থানঃ সোনিপাত জেলা, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের ৫৭ কেজি বিভাগ
■ পদকঃ রুপো

০৫. ভারতীয় পুরুষ হকি দল
■ খেলাঃ ফিল্ড হকি
■ পদকঃ ব্রোঞ্জ

০৬. বজরং পুনিয়া
■ জন্মঃ ২৬শে ফেব্রুয়ারি ১৯৯৪
■ জন্মস্থানঃ ঝাজ্জর, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের ৬৫ কেজি বিভাগ
■ পদকঃ ব্রোঞ্জ

০৭. নীরজ চোপড়া
■ জন্মঃ ২৪শে ডিসেম্বর ১৯৯৭
■ জন্মস্থানঃ পানিপাত, হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিকস
■ ইভেন্টঃ জ্যাভেলিন থ্রো
■ পদকঃ সোনা

২০২০ টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয়

খেলোয়াড় খেলা পদক
নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রো সোনা
মীরাবাঈ চানু ভারোত্তোলন রুপো
রবি কুমার দাহিয়া কুস্তি রুপো
লাভলিনা বরগোঁহাই বক্সিং ব্রোঞ্জ
পি. ভি. সিন্ধু ব্যাডমিন্টন ব্রোঞ্জ
ভারতীয় পুরুষ হকি দল হকি ব্রোঞ্জ
বজরং পুনিয়া কুস্তি ব্রোঞ্জ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area