AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম | Largest Producing States in India

 

কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম  | Largest Producing States in India 

কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF | Largest Producing States in India
কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম 

WBCS Notebook 

নমস্কার বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতে কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম শেয়ার করলাম। যার মধ্যে বিভিন্ন পণ্য ও সেই পণ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে তার তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম বা বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

পণ্যের নাম রাজ্য
ধান পশ্চিমবঙ্গ
পাট পশ্চিমবঙ্গ
আনারস পশ্চিমবঙ্গ
বেগুন পশ্চিমবঙ্গ
শাকসব্জি পশ্চিমবঙ্গ
গম উত্তরপ্রদেশ
আখ উত্তরপ্রদেশ
চিনি উত্তরপ্রদেশ
আম উত্তরপ্রদেশ
তরমুজ উত্তরপ্রদেশ
দুধ উত্তরপ্রদেশ
আলু উত্তরপ্রদেশ
তুলা গুজরাট
আপেল জম্মু ও কাশ্মীর
কাজুবাদাম জম্মু ও কাশ্মীর
আঙুর মহারাষ্ট্র
কমলালেবু মহারাষ্ট্র
নারকেল তামিলনাড়ু
কলা তামিলনাড়ু
ম্যাগনেসিয়াম তামিলনাড়ু
কফি কর্ণাটক
সোনা কর্ণাটক
চা অসম
লঙ্কা অন্ধ্রপ্রদেশ
তামাক অন্ধ্রপ্রদেশ
অভ্র অন্ধ্রপ্রদেশ
ইউরেনিয়াম অন্ধ্রপ্রদেশ
তৈলবীজ মধ্যপ্রদেশ
তামা মধ্যপ্রদেশ
চুনাপাথর মধ্যপ্রদেশ
হীরা মধ্যপ্রদেশ
ভুট্টা মধ্যপ্রদেশ
ডাল মধ্যপ্রদেশ
মিলেট রাজস্থান
রূপা রাজস্থান
কয়লা ঝাড়খণ্ড
রবার কেরালা
টিন ছত্তিশগড়
লোহা ওড়িশা
ম্যাঙ্গানিজ ওড়িশা
বক্সাইট ওড়িশা
অ্যালুমিনিয়াম ওড়িশা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area