AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





একনজরে ভারতের নদ-নদী || ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী

 

একনজরে ভারতের নদ-নদী  || ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী

একনজরে ভারতের নদ-নদী  || ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী
একনজরে ভারতের নদ-নদী 
WBCS Notebook 

সুপ্রিয় বন্ধুরা,
ভারতের বিভিন্ন নদ-নদী এই টপিকটি থেকে প্রায় সমস্ত চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, আর তোমরা যাতে সেই সকল প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারো তার জন্যে আজ ভারতের বিভিন্ন নদ-নদী তালিকা সহ আলোচনা করলাম।

যার মধ্যে ভারতের বিভিন্ন নদ-নদী, তাদের দৈর্ঘ্য, উৎসস্থল, মোহনা বা পতনস্থল ও উপনদী সমূহ প্রভৃতি খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। সুতরাং দেরী না করে একনজরে দেখে নাও ভারতের বিভিন্ন নদ-নদী এবং প্রয়োজনে নীচ থেকে এটির তালিকাটি সংগ্রহ করে নাও।

একনজরে ভারতের নদ-নদী

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫২৫ কিমি
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী
■ ভারতের প্রধান নদী

যমুনা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩৮০ কিমি
■ উৎসস্থলঃ যমুনেত্রী হিমবাহ
■ উপনদীঃ গিরি, চম্বল, বেতোয়া
■ গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী

সিন্ধু নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩১৮০ কিমি, আর ভারতে এই নদের দৈর্ঘ্য ৭০৯ কিমি
■ উৎসস্থলঃ সিন-কা-কাব উষ্ণ প্রসবণ
■ পতনস্থলঃ আরব সাগর
■ উপনদীঃ বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র 

ব্রহ্মপুত্র নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৯০০ কিমি, তবে ভারতে এই নদের দৈর্ঘ্য ৮৮৫ কিমি
■ উৎসস্থলঃ চেমাযুংদুং হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ তিস্তা, তোর্সা
■ এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী [Sky River] বলে

শতদ্রু নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৫০ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ১০৫০ কিমি
■ উৎসস্থলঃ তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস তাল
■ পতনস্থলঃ সিন্ধুর উপনদী
■ উপনদীঃ বিপাশা
■ এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধুর দীর্ঘতম উপনদী

বিতস্তা নদী বা ঝিলাম নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ৪০০ কিমি
■ উৎসস্থলঃ কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ
■ পতনস্থলঃ চেনাব বা চন্দ্রভাগা নদী
■ উপনদীঃ লিডার, পীরপঞ্জল, পোহরু
■ কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

চেনাব বা চন্দ্রভাগা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১১৮০ কিমি
■ উৎসস্থলঃ বারালাচা পাস 
■ সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী

লুনি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৫০ কিমি
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি
■ পতনস্থলঃ কচ্ছের রণ
■ উপনদীঃ জোজরী, সাগি নদী
■ ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

মহানদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৫৮ কিমি
■ উৎসস্থলঃ সিয়াওয়ারা উচ্চভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইব, হাঁসদেও, মান্দ

গোদাবরী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৬৫ কিমি
■ উৎসস্থলঃ ত্রিম্বক মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা

কৃষ্ণা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪০০ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর 
■ উপনদীঃ তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা

কাবেরী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০৫ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা

নর্মদা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩১২ কিমি
■ উৎসস্থলঃ অমরকন্টক শৃঙ্গ
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ হিরণ, বর্ণা, ওরসাং

তাপ্তী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি
■ উৎসস্থলঃ সাতপুরার মুলতাই 
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ পূর্ণা, গিরনা 

সবরমতী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪১৬ কিমি 
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ ওয়াকাল, হরনভ

সুবর্ণরেখা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৭৭ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি

মাহী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩৩ কিমি
■ উৎসস্থলঃ বিন্ধ্য পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর

ধানসিঁড়ি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৫৪ কিমি
■ উৎসস্থলঃ নাগা পাহাড় 
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ নামবার, কল্যাণ

ব্রাহ্মণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০০ মিটার
■ উৎসস্থলঃ রৌরকেল্লা
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ টিকরা, কারা

ভাইগাই নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫৮ কিমি
■ উৎসস্থলঃ ভারুসানাদু পাহাড়
■ পতনস্থলঃ পক উপসাগর
■ উপনদীঃ ভারাগা, মনজালারু, খিরদুমাল

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৮৫ কিমি
■ উৎসস্থলঃ সিকিমের হিমালয়
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ মুক ও দিহানা

তুঙ্গভদ্রা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ ভারদা, হবরি

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪১ কিমি
■ উৎসস্থলঃ সাঁওতাল পরগণা মালভূমি
■ পতনস্থলঃ ভাগীরথী নদী
■ উপনদীঃ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর

মুসী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪০ কিমি
■ উৎসস্থলঃ মেডাক জেলা
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ আলেরু

ঘাটপ্রভা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৮৩ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ হিরণ্য কাশী

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩০৯ কিমি
■ উৎসস্থলঃ পয়োহুনরি হিমবাহ
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র 
■ উপনদীঃ রঙ্গীত, রজনী

ভীমা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৬১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ মুলা 

বিপাশা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৬০ কিমি
■ উৎসস্থলঃ রোটাং গিরিদার 
■ পতনস্থলঃ শতদ্রু নদী

কর্ণফুলি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৪ কিমি
■ উৎসস্থলঃ মিজোরাম 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৪১ কিমি
■ উৎসস্থলঃ খামারপোৎ শৃঙ্গ 
■ পতনস্থলঃ হুগলী নদী
■ উপনদীঃ বরাকর

বৈতরণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৬৫ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ সালা নদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area