AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১ || Cabinet Ministers Name - WBCS Notebook

কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১  || Cabinet Ministers Name

কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১  || Cabinet Ministers Name

কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১

বন্ধুরা,
আজ কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১ তালিকাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভায় নিযুক্ত মন্ত্রীদের নাম এবং মন্ত্রালয়ের নাম তালিকাকারে দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রীসভায় একটু পরিবর্তন এসেছে। চাকরীর পরীক্ষায় জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে ক্যাবিনেট মন্ত্রী তালিকা থেকে প্রশ্ন আসে। তাই দেরী না করে তালিকাটি পড়ুন এবং তালিকাটি সংগ্রহ করে নিন ।

কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২১

মন্ত্রীর নামমন্ত্রালয়
নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী
গণ-অভিযোগ ও পেনশন বিষয়ক;
আণবিক শক্তি দপ্তর;
মহাকাশ দপ্তর;
গুরুত্বপূর্ণ নীতিসমূহ এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্ব যা
এখনও কোন মন্ত্রীকে দেওয়া হয়নি।
রাজনাথ সিংপ্রতিরক্ষা মন্ত্রী
অমিত শাহস্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী
নীতিন গদকরিসড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী
নির্মলা সীতারমনঅর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী
নরেন্দ্র সিং তোমরকৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী
এস. জয়শঙ্করবিদেশ মন্ত্রী
অর্জুন মুন্ডাআদিবাসী বিষয়ক মন্ত্রী
স্মৃতি জুবিন ইরানীমহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী
পিযুষ গোয়েলবানিজ্য ও শিল্প; উপভোক্তা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানশিক্ষা; এবং দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী
প্রহ্লাদ যোশীসংসদীয় বিষয়ক কয়লা ও খনি মন্ত্রী
নারায়ণ তাতু রানে
অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী
সর্বানন্দ সনোয়ালবন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী; আয়ুষ মন্ত্রী
মুখতার আব্বাস নাকভিসংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
ড. বীরেন্দ্র কুমারসামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী
গিরিরাজ সিংগ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াঅসামরিক বিমান পরিবহন মন্ত্রী
রামচন্দ্র প্রসাদ সিংহইস্পাত মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণবরেলমন্ত্রী; যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
পশুপতি কুমার পারসখাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী
গজেন্দ্র সিং শেখাওয়াত জলশক্তি মন্ত্রী
কীরেন রিজিজুআইন ও ন্যায়বিচার মন্ত্রী
রাজ কুমার সিংহবিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী 
হরদীপ সিং পুরিপেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন প শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী
মনসুখ মন্ডভিয়া
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; এবং রসায়ন ও সার মন্ত্রী
ভুপেন্দ্র যাদবপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মহেন্দ্রনাথ পান্ডেভারী শিল্প মন্ত্রী
পুরুশোত্তম রূপলামত্স্য চাষ, পশুপালন ও ডেয়ারী মন্ত্রী
জী কিষান রেড্ডিসংস্কৃতি মন্ত্রী; পর্যটন মন্ত্রী; উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী
অনুরাগ ঠাকুর
তথ্য ও সম্প্রচার; যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী

Last Update:: 16/07/2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area