AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





Different Branches of Science list

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা


বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যার তালিকা



WBCS Notebook
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে বিজ্ঞানের বিভিন্ন শাখার তালিকা তথা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যার তালিকা ; যেটির মধ্যে বিজ্ঞানের বিভিন্ন শাখা ও সেই শাখার আলোচ্য বিষয় অর্থাৎ সেটি কি নিয়ে আলোচনা করে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

         বিভিন্ন চাকরির পরীক্ষা বা কম্পেটিটিভ পরীক্ষায় মৌমাছি পালনকে কি বলা হয় ? , পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত ? প্রভৃতি ধরণের প্রশ্ন এসে থাকে। আর তোমরা যদি এই তালিকাটি মুখস্থ রাখো তাহলে খুব সহজেই এই ধরণের প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারবে। 

         সুতরাং আর এতোটুকুও সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও। 

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা

শাখাআলোচ্যআলোচ্য বিষয়  বিষয়
হরটিকালচার উদ্যান পালন বিদ্যা
এভিকালচার পাখি পালন বিদ্যা
এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা
আরবরীকালচার  গাছ ও শাকসব্জি চাষ সংক্রান্ত বিদ্যা
ফ্রগ কালচার ব্যাঙ চাষ সংক্রান্ত বিদ্যা
পিসিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা
প্রণকালচার চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা
সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যা
পার্লকালচার মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা
ইকথায়োলজি মাছ সংক্রান্ত বিদ্যা
পোল্ট্রি ফার্মিং হাঁস-মুরগি পালন বিদ্যা
আরকিওলজি প্রত্নতত্ত্ব বিদ্যা
অ্যাগ্রোস্টোলজি  ঘাস সংক্রান্ত বিদ্যা
সোসিওলজি সমাজ বিদ্যা
বায়োলজি জীববিদ্যা
কেমিস্ট্রি রসায়ন বিদ্যা
জুলজি প্রাণীবিদ্যা
সাইকোলজি মনোবিদ্যা
জিওলজি ভূতত্ত্ব বিদ্যা
মিনার‌্যালজি খনিজ বিদ্যা
ডাইন্যামিক্স গতিবিদ্যা
বোটানি উদ্ভিদ বিদ্যা
টেলিপ্যাথি মন সংক্রান্ত বিদ্যা
ভাইরোলজি ভাইরাস সংক্রান্ত বিদ্যা
জেনেটিক্স প্রাণীর জন্ম ও বংশ সম্পর্কিত বিদ্যা
ইকোলজি প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান
এনটোমলজি পতঙ্গ সংক্রান্ত বিদ্যা
হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যা
গাইনেকোলজি মহিলাদের জননতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
লিমনোলজি হ্রদ সংক্রান্ত বিদ্যা
লিথোলজি শিলা সংক্রান্ত বিদ্যা
ফাইকোলজি শৈবাল সংক্রান্ত বিদ্যা
ওডোনটওলজি দাঁত সংক্রান্ত বিদ্যা
অনকোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা
অরিনথোলজি পক্ষী সংক্রান্ত বিজ্ঞান
পেডোলজি মৃত্তিকার অধ্যয়ন
বায়োনমি জীবনের আইন সংক্রান্ত বিজ্ঞান
ক্রোনোবায়োলজি জীবনকাল সংক্রান্ত বিদ্যা
ক্রিপটোগ্রাফি গোপন পড়াশোনার বিজ্ঞান
ডার্মাটোলজি চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞান
এমব্রায়োলজি ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞান
জেনেসিওলজি বংশগতির বিজ্ঞান
জিওবোটানি পৃথিবী ও উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান
হিসটোলজি কলা সংক্রান্ত বিদ্যা
নিউরোপ্যাথোলজি স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত বিজ্ঞান
নিউমেরোলজি সংখ্যা সংক্রান্ত বিদ্যা
প্যালিওবোটানি জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান
ফিজিক্স বস্তুর ধর্ম সংক্রান্ত বিদ্যা
প্ল্যানেটোলজি সৌরজগতের গ্রহ সংক্রান্ত বিদ্যা
পোমোলজি ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা
সিসমোলজি ভূমিকম্প ও তৎসংক্রান্ত পড়াশুনা
অ্যাস্ট্রোনাটিকস মহাকাশ ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞান
ব্যাকটিরিওলজি ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞান
মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা
অস্টিওলজি হাড় সংক্রান্ত বিদ্যা
ইথোলজি আচরণ সংক্রান্ত বিদ্যা
হেলমিনথোলজি কৃমি সংক্রান্ত বিদ্যা
হারপেটোলজি উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা
পেডিয়াট্রিক্স শিশুদের চিকিৎসা বিদ্যা
মেটিওরোলজি আবহাওয়া বিদ্যা
অ্যাস্ট্রনমি জ্যোতিষশাস্ত্র বিদ্যা




Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area