AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





GEOGRAPHY #2

১) পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা কাকে বলা হয়?
উঃ মধ্য এশিয়ার পার্বত্যভূমি।
২) নদীর কোন প্রকার ক্ষয়কার্যে মন্থকূপ সৃষ্টি হয়?
উঃ অবঘর্ষ।
৩) নদী কোন প্রক্রিয়ার সাহায্যে সর্বাধিক পরিমান বস্তু পরিবহন করে?
উঃ আকর্ষণ প্রক্রিয়া।
৪) বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি?
উঃ কলকা নদীর গিরিখাত (পেরু, দঃ আমেরিকা)।
৫) পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
উঃ গ্র্যান্ড ক্যানিয়ন (USA)।
৬) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ এঞ্জেল জলপ্রপাত (ভেনেজুয়েলা)।
৭) কোলকাতা শহর গঙ্গা নদীর কোন প্রকার ভূমিরূপের ওপর অবস্থিত?
উঃ স্বাভাবিক বাঁধ।
৮) বিগত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতার বৃদ্ধির পরিমান কত?
উঃ +২.৯ মিমি।
৯) পৃথিবীর কোন জনবসতিপূর্ণ দ্বীপ প্রথম সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য নিমজ্জিত হয়?
উঃ সুন্দরবনের লোহাচড়া দ্বীপ (১৯৯৫ সালে)।
১০) পৃথিবীর মোট সুপেয় জলের কত শতাংশ বরফ আকারে সঞ্চিত আছে?
উঃ ৬৮.৭%
১১) পৃথিবীর সুপেয় জলের বৃহত্তম ভান্ডার কি?
উঃ মহাদেশীয় ও পার্বত্য হিমবাহ সমূহ।
১২) তিস্তা নদীর উচ্চ অববাহিকার কোন অঞ্চলে গ্রাবরেখা দেখা যায়?
উঃ লাচুং ও লাচেন অঞ্চলে।
১৩) পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রাপিড জলপ্রপাত কোনটি?
উঃ নায়াগ্রা জলপ্রপাত।
১৪) ভারতের একটি কাসকেড জলপ্রপাতের উদাহরন দাও।
উঃ জোনা বা জোনহা জলপ্রপাত (রাঁচি)।
১৫) ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা নদীচরের নাম কি?
উঃ মাজুলি (আসাম)।
১৬) একটি ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরন দাও।
উঃ লোহাচড়া দ্বীপ (সুন্দরবন)।
১৭) পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
উঃ সোঙনে ফিয়র্ড বা সোভনে ফিয়র্ড (নরওয়ে)।
১৮) গ্রাবরেখায় সৃষ্টি হওয়া একটি ত্রিকোণাকার ভূমিরূপের নাম লিখ।
উঃ কেম।
১৯) বরফহীন পর্বত শিখরকে কি বলে?
উঃ নুনাটকস্।
২০) হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে, তা কি নামে পরিচিত?
উঃ স্নাউট।
২১) পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?
উঃ মালাসপিনা।
২২) জমাটবদ্ধ তুষার কণা কি নামে পরিচিত?
উঃ ফার্ন।
২৩) ভারতের কোথায় রসে মতানে দেখা যায়?
উঃ লিডার নদী উপত্যকায় (জম্মু ও কাশ্মীর)।
২৪) পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?
উঃ জ্যাকোবসাভোঁ ইসব্রে (গ্রিনল্যান্ড)।
২৫) ভারতের ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট একটি জলপ্রপাতের উদাহরন দাও।
উঃ বসুধারা জলপ্রপাত (বদ্রীনাথ)।
২৬) পশ্চিমবঙ্গের কোথায় উপকূলীয় বালিয়াড়ি দেখা যায়?
উঃ দীঘা।
২৭) পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত কোনটি?
উঃ কাতারা বা কোয়াতার (মিশর)।
২৮) ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি?
উঃ সম্বর হ্রদ (রাজস্থান)।
২৯) আয়তন অনুসারে, পৃথিবীতে ভারতের থর মরুভূমি কোন স্থান অধিকার করে?
উঃ সপ্তম।
৩০) আফ্রিকায় মরু হ্রদ কি নামে পরিচিত?
উঃ শটস্।read%20more......
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area