AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





History Sample Question Paper for WBCS Main Exam[ Practice Set - I based on Indian History with special emphasis on National Movement ]

History Sample Question Paper for WBCS Main Exam
[ Practice Set - I based on Indian History with special emphasis on National Movement ]

1. 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দ্যেশ কি ছিল ?
(A) বাঙালী হিন্দুদের প্রভাব কমানো     
(B) মুসলীম লীগের দাবী ছিল বঙ্গভঙ্গ    
(C) বাংলার মানুষ ইটা চেয়েছিলেন    
(D) কোনোটাই নয়

2.  খিলাফত আন্দোলনের উদ্দ্যেশ্য কি ছিল ?
(A) ব্রিটিশদের ভারত থেকে উত্খাত
(B) তুর্কী সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার
(C) ভারতীয় মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন
(D) প্রশাসনে ভারতীয় মুসলিমদের জন্য সুবিধা আদায়

3.  ‘Nehru is patriot while Jinnah is politician’ —এ কথা কে বলেছিলেন ?
(A) মহাত্মা গান্ধী
 (B) স্যার মহম্মদ ইকবাল     
(C) মৌলানা আজাদ      
(D) আবদুল গফফর খান

4.  ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
(A) বাংলাদেশে    
(B) বিহারে     
(C) পাঞ্জাবে      
(D) উত্তরপ্রদেশে

5.  ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় ?
(A) লর্ড কার্জন      
(B) লর্ড ক্যানিং    
(C) লর্ড ডাফরিন      
(D) লর্ড এলগিন

6.  সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
(A) 1940      (B) 1941     (C) 1942      (D) 1945

7.  কে প্রথম ভারতীয় আই সি এস হয়েছিলেন ?
(A) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ     
(B) সুভাষচন্দ্র বসু      
(C) সত্যেন্দ্রনাথ ঠাকুর      
(D) বিদ্যাসাগর

8.  কত সালে পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ?
(A) 1853     (B) 1855     (C) 1905      (D) 1907

9.  অ্যাকাডেমিক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) বিদ্যাসাগর
 (B) ডিরোজিও     
(C) রামমোহন      
(D) কেশবচন্দ্র সেন

10. 1908 সালে কে মুসলীম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন ?
(A) আগা খান       (B) সৈয়দ আহমেদ       (C) আহমেদ খান      (D) মহম্মদ আলি জিন্না

11.  তিনটি গোলটেবিল বৈঠকের (1930 নভেম্বর -1932 নভেম্বর ) মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন ?
(A) প্রথম
(B) দ্বিতীয়     
(C) তৃতীয়      
(D) কোনোটিই নয়

12. ‘অল ইন্ডিয়া হরিজন’ সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
(A) মহাত্মা গান্ধী      (B) বি.আর.আম্বেদকর      (C) জগজীবন রাম       (D) বিনোবা ভাবে

13.  হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
(A) অসহযোগ আন্দোলন    (B) খিয়াফত আন্দোলন     (C) চৌরিচৌরার ঘটনা      (D) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

14.  নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিত নন ?  
(A) দাদাভাই নৌরজি     (B) বালগঙ্গাধর তিলক      (C) গোপালকৃষ্ণ গোখলে     (D) এম জি রানাডে

15. ‘গণবিদ্রোহের যুগ’ বলতে কোন সময়কে বোঝানো হয় ?
(A) 1857 - 1855     (B) 1865 - 1885     (C) 1901 - 1905     (D) 1920 - 1947

16.  দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধিজীর সঙ্গী কে ছিলেন ?
(A) জওহরলাল নেহেরু      (B) সরোজিনী নাইডু      (C) মদনমোহন বালব্য       (D) সরোজিনী নাইডু ও মদনমোহন মালব্য

17.  দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কত সালে ?
(A) 1945    (B) 1946     (C) 1944       (D) 1947

18.  কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন ?
(A) কাকিনাড়া 1923      (B) বেলগ্রাম 1925      (C) কানপুর 1925      (D) গুয়াহাটি 1926

19. 1947 সালের 20 শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন ?
(A) 1947 -এর সেপ্টেম্বর      (B) 1948 -এর জানুয়ারি      (C) 1948 –এর জুন      (D) 1948 -এর আগস্ট

20.  গান্ধীজী ও জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গীর তফাৎ কোথায় ছিল ? 
(A) অহিংস নীতির তত্ত্ব ও প্রয়োগের ব্যাপারে      (B) বুনিয়াদী শিক্ষা      (C) ভারতের শিল্পায়ন      (D) সর্বোদয়
 21.  মুসলিমলীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন ?
(A) ক্যাবিনেট মিশনের পরিকল্পনা মেনে নিতে পারেনি  
(B) অন্তর্বর্তী সরকারে যোগদান করে ঐ সরকারকে ভেঙে ফেলার জন্য
(C) একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে
(D) অসহযোগের নীতি গ্রহণ করা ।

22. স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয় ?
(A) ভারত ছাড়ো      (B) অসহযোগ       (C) আইন অমান্য       (D) স্বদেশী

23.  জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গী এক ছিল ?
(A) গোখলে ও তিলক     (B) তিলক ও নৌরজি      (C) মহাত্মা গান্ধী ও সুব্রানিয়াম ভারতী     (D) চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু

24.  কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন (1919) শুরু করেছিলেন ?
(A) 1919 সংস্কারের সীমাবদ্ধতা      (B) রাওলাট আইন       (C) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড       (D) তুর্কীর প্রতি ব্রিটিশ নীতি

25. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন -
(A) শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকার কে তাদের দাবী জানাতে  
(B) সংবিধানগত অচলাবস্থা সৃষ্টি করতে 
(C) অর্থনৈতিক বয়কট করতে
(D) বিদেশ থেকে কূটনৈতিক চাপ দিতে

26.  মহাত্মা গান্ধী কবে তাঁর বিখ্যাত ‘ডান্ডী পদযাত্রা’ করেন ?
(A) 12ই এপ্রিল,1930      (B) 12ই মার্চ,1930      (C) 12ই এপ্রিল,1931     (D) 12ই মার্চ,1931

27.  জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ?
(A) অসহযোগ আন্দোলন      (B) রাওলাট আইন চালু      (C) সাম্প্রদায়িক সমর্থন       (D) সাইমন কমিশনের আগমন

28.  কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্ধ দেখা যায় ?
(A) সুরাট       (B) লাহোর       (C) বোম্বে       (D) কোলকাতা

29.  কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় ?
(A) 1916 লখনৌ       (B) 1920,কলকাতা        (C) 1921,বোম্বে        (D) 1922,করাচী

30.  কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্থান প্রস্তাব গৃহীত হয় ?
(A) বোম্বে       (B) লাহোর       (C) দিল্লী      (D) মাদ্রাজ

31. বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে ?
(A) সর্দার প্যাটেল      (B) গান্ধীজী      (C) বিনোবা ভাবে       (D) রাজগুরু

32.  কোন বড়লাটের আমলে বঙ্গভঙ রদ হয় ?
(A) লর্ড কার্জন      (B) লর্ড মিন্টো      (C) লর্ড চেমসফোর্ড       (D) লর্ড হার্ডিঞ্জ

33.  কে শিবাজি উত্সবের আয়োজন করেন ?
(A) সাভারকর      (B) লালা লাজপত রায়     (C) বাল গঙ্গাধর তিলক      (D) জ্যোতিবা ফুলে

34.  All Bengal Workers Association এর প্রতিষ্ঠাতা হলেন -
(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (B) চিত্তরঞ্জন দাশ       (C) জামিল আহমেদ       (D) মুজাফফর আহমেদ

35.  অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন ?
(A) কমন উইল     (B) ভারত কথা     (C) নবজীবন     (D) ইয়ং ইন্ডিয়া

36.  বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরী করেন কে ?  
(A) মানবেন্দ্রনাথ রায়      (B) জামিল আহমেদ      (C) মুজাফফর আহমেদ      (D) সত্য ভক্ত

37.  ভারতে নৌবিদ্রোহ কত সালে হয় ?
(A) 1940      (B) 1942      (C) 1945      (D) 1946

38.  অরবিন্দ ঘোষকে ‘স্বাদেশিকতার ধর্মগুরু’ আখ্যা দেন কে ?  
(A) রবীন্দ্রনাথ      (B) বঙ্কিমচন্দ্র       (C) বিপিনচন্দ্র পাল      (D) মহাত্মা গান্ধি

39.  মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন ?
(A) সুভাষচন্দ্র বসু      (B) মহাত্মা গান্ধি      (C) রবীন্দ্রনাথ ঠাকুর       (D) চিত্তরঞ্জন দাশ

40.  ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান শহিদ কে ?
(A) মঙ্গল পান্ডে      (B) নানাসাহেব      (C) মাদাম কামা      (D) সাভারকর

41.  কোন বিদ্রোহের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ রচিত ?
(A) কৃষক বিদ্রোহ      (B) সন্ন্যাসী বিদ্রোহ      (C) শ্রমিক বিদ্রোহ      (D) সিপাহী বিদ্রোহ

42.  মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হল -
(A) গণবাণী      (B) গণদেবতা       (C) গণশত্রু      (D) বাংলার কথা

43.  পন্ডিত জওহরলাল নেহেরুর সভপতিত্বে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় ?
(A) 1949     (B) 1950      (C) 1951      (D) 1952

44.  কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন ?
(A) গুরু রাম সিং      (B) স্বামী বিবেকানন্দ      (C) মজনু শাহ      (D) দয়ানন্দ সরস্বতী

45.  1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন ?
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়       (B) দ্বারকানাথ ঠাকুর       (C) দাদাভাই নৌরজি       (D) রামগোপাল ঘোষ
46. প্রাথর্না সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
(A) রামমোহন রায়      (B) কেশবচন্দ্র সেন     (C) আত্মারাম পান্ডুরং      (D) বিদ্যাসাগর

47.  ‘Vernacular Press Act’ কত সালে চালু হয় ?
(A) 1876      (B) 1878      (C) 1880      (D) 1884

48.  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
(A) লর্ড মিন্টো      (B) লর্ড ডাফরিন     (C) লর্ড বেন্টিঙ্ক     (D) লর্ড মেকলে

49. জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে ?
(A) লর্ড মন্টেগু      (B) লর্ড চেমসফোর্ড       (C) ও ডায়ার      (D) লর্ড মিন্টো

50. গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
(A) 1929       (B) 1930      (C) 1931      (D) 1932

51.  বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ?
(A) 1856     (B) 1835      (C) 1855       (D) 1858

52.  ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ?
(A) অরবিন্দ ঘোষ      (B) সূর্য সেন       (C) সাভারকর       (D) রাসবিহারী বসু

53.  ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রীস্টাব্দে শুরু হয় ?
(A) 1854 খ্রীস্টাব্দে      (B) 1853 খ্রীস্টাব্দে      (C) 1856 খ্রীস্টাব্দে      (D) 1858 খ্রীস্টাব্দে

54.  ফোর্ট উইলিয়াম কলেজটির প্রতিষ্ঠাতা কে ?
(A) লর্ড ওয়েলেসলি      (B) লর্ড কর্ণওয়ালিস      (C) লর্ড হার্ডিঞ্জ       (D) লর্ড মিন্টো

55.  ‘বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হয় ?
(A) অরবিন্দ ঘোষ      (B) রাসবিহারী বসু      (C) সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়      (D) বিপিনচন্দ্র পাল

56.  পি. এন. ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন ?
(A) রাসবিহারী ঘোষ     (B) সুভাষচন্দ্র বসু     (C) রাসবিহারী বসু     (D) লালা হরদয়াল

57.  কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয়  ?
(A) নাগপুর      (B) সুরাট      (C) কলকাতা      (D) লাহোর

58.  লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন ?
(A) মদনলাল ধিংড়া      (B) মোহনলাল ধিংড়া      (C) বিপ্লবী সাভারকর      (D) এদের কেউ নয়

59.  ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) নবগোপাল মিত্র      (B) কৃষ্ণকুমার মিত্র      (C) শিশিরকুমার ঘোষ      (D) অরবিন্দ ঘোষ

60.  ‘Poverty And Un-British Rule in India’ গ্রন্থটির লেখক কে ?
(A) উইলিয়াম ডিগবি       (B) রমেশচন্দ্র দত্ত       (C) দাদাভাই নৌরজি       (D) সাদাত খাঁ

61.  ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী, রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন ?
(A) মণিপুর      (B) নাগাল্যান্ড      (C) ত্রিপুরা      (D) আসাম

62.  “আমি এক জন সমাজতন্ত্রবিদ” —এ কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন ?
(A) মতিলাল নেহেরু     (B) এম.এন.রায়      (C) জওহরলাল নেহেরু      (D) সুভাষচন্দ্র বোস

63.  ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ ‘উলগুলান’ —এর নেতৃত্ব কে দিয়েছিলেন ?
(A) কোরা মোল্লা     (B) কোণ্ডা ডোরা      (C) রানাডে     (D) বিরসা মুন্ডা

64.  কবে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল ?
(A) 31জুলাই,1928     (B) 31শে ডিসেম্বর,1929      (C) 26শে জানুয়ারি,1950      (D) 15ই আগস্ট,1947

65.  সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় ?
(A) 1915 সালে      (B) 1920 সালে      (C) 1925 সালে       (D) 1930 সালে

66.  নীচের কোন নেতা কখনোই স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না ?
(A) চিত্তরঞ্জন দাশ      (B) মতিলাল নেহেরু      (C) লালা লাজপত রায়     (D) চক্রবর্তী রাজাগোপালাচারী

67.  বাংলা বিহারের সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন ?
(A) চিরাগ আলি     (B) মজনু শাহ     (C) সৈকত আজিজ      (D) দেবিকারানি

68.  ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?   
(A) জুলাই, 1942      (B) আগস্ট, 1942     (C) সেপ্টেম্বর, 1942      (D) অক্টোবর, 1942

69.  1907 সালের জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন ?
(A) রাসবিহারী বসু      (B) মতিলাল নেহেরু      (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (D) দাদাভাই নৌরজি

70.  কোন আইন ‘কালা কানুন’ নাম পরিচিত ?
(A) ইলবার্ট বিল      (B) হান্টার অ্যাক্ট     (C) রাওলাট আইন      (D) 1909 সালের আইন

71. কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয় ?
(A) কলকাতা      (B) সুরাট      (C) বোম্বাই       (D) লাহোর

72.  হিন্দু মিশনারি সমিতি কোথায় স্থাপিত হয়েছিল ?
(A) কলকাতা      (B) গুজরাট      (C) পাঞ্জাব      (D) মহারাষ্ট্র

73. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রীস্টাব্দে ?
(A) 1856 খ্রীস্টাব্দে     (B) 1842 খ্রীস্টাব্দে       (C) 1830 খ্রীস্টাব্দে      (D) 1829 খ্রীস্টাব্দে

74.  ‘বাংলার বার্ক’ নাম পরিচিত কে ?
(A) বিপিনচন্দ্র পাল      (B) বাঘাযতীন     (C) অরবিন্দ ঘোষ      (D) রামতনু লাহিড়ী

75.  গদর পার্টির জন্ম হয় কোথায় ?
(A) ভিয়েনায়    (B) লাহোর     (C) আমেরিকায়     (D) কলকাতা
76.  সাইমন কমিশন কত খ্রীস্টাব্দে ভারতে আসেন ?
(A) 1928 খ্রীস্টাব্দে      (B) 1927 খ্রীস্টাব্দে      (C) 1920 খ্রীস্টাব্দে     (D) 1922 খ্রীস্টাব্দে

77.  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ?
(A) উইনস্টন চার্চিল     (B) এটলি     (C) রুজভেল্ট      (D) এদের কেউ নয়

78.  ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন কে ?
(A) মুজাফফর আহমেদ      (B) গোপেন চক্রবর্তী      (C) লালা লাজপত রায়      (D) দিনেশ দাশ

79.  ‘সন্ধ্যা’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
(A) ব্রহ্মবান্ধব উপাধ্যায়       (B) উপেন্দ্রনাথ দত্ত      (C) অরবিন্দ ঘোষ       (D) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

80.  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
(A) মাদ্রাজে     (B) বোম্বাইতে       (C) দিল্লীতে      (D) কলকাতা

81.  বাবা রামচন্দ্র কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?
(A) শ্রমিক ইউনিয়ন      (B) চিত্রকলা      (C) কৃষক আন্দোলন       (D) ইংরেজি শিক্ষা

82.  ‘মাস্টারদা’ নামে কোন বিপ্লবী পরিচিত ?
(A) চিত্তরঞ্জন দাশ      (B) সূর্য সেন       (C) রাসবিহারী বসু      (D) এম.এন. রায়

83.  ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে ?
(A) সৈয়দ আমির আলি      (B) বদরুদ্দীন তোয়েবজী       (C) আব্দুল লতিফ      (D) সৈয়দ আহমেদ খান

84.  ‘দেশপ্রিয়’ নামে কে অভিহিত হন  ?
(A) মহাত্মা গান্ধী      (B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (C) রাসবিহারী বসু      (D) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

85.  ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেন ?
(A) 1911 সালে      (B) 1917 সালে       (C) 1914 সালে       (D) 1919 সালে

86.  চিনে কমিউনিস্ট শাসন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1947 সালে       (B) 1949 সালে       (C) 1948 সালে       (D) 1950 সালে

87.  ‘হিন্দু-মুসলিম একই মাটিতে গড়া’ –এ কথা কে বলেছিলেন ?
(A) গুরু নানক      (B) চৈতন্যদেব      (C) তুলসী দাস      (D) কবীর

88. ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আই এন এ সর্বাধিনায়ক কে ছিলেন ?
(A) জওহরলাল নেহেরু     (B) মহাত্মা গান্ধী      (C) বালগঙ্গাধর তিলক      (D) সুভাষচন্দ্র বোস

89.  ‘Independent’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
(A) জওহরলাল নেহেরু       (B) মতিলাল নেহেরু      (C) অ্যানি বেসান্ত       (D) আম্বেদকর

90. স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় ?
(A) 1905      (B) 1907      (C) 1917      (D) 1919

91. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
(A) দয়ানন্দ সরস্বতী      (B) দেবেন্দ্রনাথ ঠাকুর      (C) রামমোহন রায়       (D) কেশবচন্দ্র সেন

92. 1908 সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন -
(A) আগা খান      (B) সৈয়দ আহমেদ      (C) আহমেদ খান      (D) মহম্মদ আলি জিন্না

93.  নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
(A) মোতিলাল নেহেরু     (B) গোখেল      (C) জয়প্রকাশ নারায়ণ     (D) ভগত সিং

94. ‘ইন্ডিয়ান সোশিওলজিস্ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) জয়প্রকাশ নারায়ণ     (B) শ্যামাজি কৃষ্ণবর্মা      (C) অ্যানি বেসান্ত       (D) আম্বেদকর

95.  তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল ?
(A) 1942      (B) 1944     (C) 1945     (D) 1948

96.  কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন ?
(A) মঙ্গল পান্ডে     (B) রানী লক্ষ্মীবাই      (C) নানাসাহেব      (D) কুঁয়ার সিং

97. ‘যুবদিবস’ কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয়  ?
(A) গান্ধীজী      (B) স্বামী বিবেকানন্দ      (C) ঋষি অরবিন্দ ঘোষ      (D) সুভাষচন্দ্র বসু

98.  রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1853 খ্রীস্টাব্দে     (B) 1854 খ্রীস্টাব্দে      (C) 1905 খ্রীস্টাব্দে      (D) 1906 খ্রীস্টাব্দে

99. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে  ?
(A) ডেভিড হেয়ার      (B) উইলিয়াম জোন্স      (C) উইলিয়াম কেরি      (D) রামমোহন রায়

100.  আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয় ?
(A) বিচার বিভাগে     (B) শিক্ষা বিভাগে      (C) ভূমিরাজস্ব ক্ষেত্রে      (D) শাসন বিভাগে

Top Post Ad

Below Post Ad

Ads Area