AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

১। সার্কের বর্তমান চেয়ারপার্সন কে ?
>>>শের বাহাদুর দেউবা (নেপাল)
২। সার্কের বর্তমানমহাসচিব কে ?
>>>আমজাদ হোসেন শিয়াল ( পাকিস্তান )
৩। ওপেকের বর্তমান সদস্য দেশ
>>>১৪ টি । ( সর্বশেষ – নিরক্ষীয় গিনি)
৫। ন্যাটো এর বর্তমান সদস্য দেশ
>>>২৯ টি ( সর্বশেষ – মন্টিনিগ্রো )
৬। ইউরোপীয়ন ইউনিয়নের বর্তমান সদস্য কতটি?
= ২৮টি। বৃটেনের পুরোপুরি ফিরে যেতে এখনও ২ বছর
লাগবে >
৭। কমনওয়েলথের বর্তমান সদস্য
= ৫২টি ।
৮। বর্তমান বিশ্বে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
=- শ্রীলংকা
৯। বর্তমান বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষ দেশ
কোনটি?
=ভেনিজুয়েলা
১০। সম্প্রতি দেশ কোন প্যারিস জলবায়ু চুক্তিকে
বাতিল ঘোষণা করেছে কবে ?
=যুক্তরাষ্ট্র
১১। বাংলাদেশ শততম টেস্ট খেলে জয়লাভ করে
কোন দেশের বিপক্ষে ?
= শ্রীলঙ্কা
১২। সম্প্রতি কোন দেশকে এশিয়ার ‘নতুন বাঘ’
হিসেবে আখ্যায়িত করা হয়েছে ?
= বাংলাদেশ( ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক
'There could be a new 'Asian Tiger' here's Why শীর্ষক
প্রবন্ধে)
১৩। বর্তমান বিশ্বে এইচআইভি ভাইরাস অাক্রান্ত
শীর্ষ দেশ কোনটি?
=সোয়াজিল্যান্ড
১৪। ম্যান বুকার পুরস্কার-২০১৭ লাভ করেন কে?
>>> ডেভিড গ্রসম্যান ।
১৫)WHO এর অষ্টম মহাপরিচালক নির্বাচিত হন (২৩ মে
২০১৭)→ ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্র
ী ও
পররাষ্ট্রমন্ত্রী টেডরস অাধানম গেবিয়াসেস।
-
১৬)২০১৭ সালের রবীন্দ্র পুরষ্কার লাভ করেন→
অধ্যাপক হায়াৎ মামুদ এবং শিল্পী মিতা হক।
-
১৭)২০১৭ সালের অারব বুকার পুরষ্কার লাভ করেন→ কানাডায়
বসবাসরত সৌদি লেখক মোহাম্মেদ হাসান অালওয়ান। (A small
death উপন্যাসের জন্য)।
-
১৮)২০১৭ সালে "বঙ্গভূষণ" সম্মাননা লাভ করেন
বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশ
িল্পী
রেজওয়ানা চৌধুরী বন্যা।
১৯)১৮ মে ২০১৭ ফিলিপাইনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে
অাদেশ জারি করা হয়।
-
২০)২০ মে ২০১৭ তে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে সৌদি অারবের সর্বোচ্চ
বেসামরিক সম্মাননা "কিং অাব্দুল অাজিজ মেডেল" এ ভূষিত করা
হয়।
২১ । সম্প্রতি অ্যান্টি র্যাগিং মোবাইল অ্যাপ কে চালু করেছেন ?
উঃ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।
২২। মণিপুর সরকার সম্প্রতি কোন গ্রাম কে বায়োডাইভারসিটি সাইট হিসাবে ঘোষণা করেছেন ?
উঃ তেমাংলাং জেলার দাইলং গ্রাম ।
২৩। সম্প্রতি কোন রাজ্যে ডাক্তারদের অবসর গ্রহনের বয়সসীমা ৬০ থেকে ৬২ করলো ?
উঃ উত্তরপ্রদেশ ।

২৪। আইসিসি ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিং-এর তালিকায় সম্প্রতি কে প্রথম স্থান অধিকার করেছেন ?
উঃ দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স ।
২৫। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর নতুন নতুন ডিরেক্টর কে হলেন ?
উঃ ক্রিস্টফার রে ।
২৬। ৩১শে মে কোন বিশিষ্ট কন্নড় চলচ্চিত্র প্রযোজক মারা গেলেন ?
উঃ পার্বথাম্মা রাজকুমার ।
২৭। ভারতের কোন আইএফএস অফিসার ইউএস থিঙ্ক ট্যাঙ্ক -এর পাবলিক পলিসির ফেলো হিসাবে নিযুক্ত হয়েছেন ?
উঃ নিরুপমা রাও ।
২৮। ভারতীয় সেনাবাহিনী ২রা জুন ওড়িশা উপকূল থেকে পারমানবিক শক্তি সক্ষম যে মিসাইলের সফল উতক্ষেপন করলো তার নাম কি ?
উঃ পৃথ্বী-২ ।
২৯। ৯০ তম স্কিপস ন্যাশানাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন ?
উঃ অনন্যা বিনয় ।
৩০। কে সম্প্রতি প্রসার ভারতীর চিফ এগজিকিউটিভ হিসেবে নিযুক্ত হলেন ?
উঃ শশী শেখর ভেম্পাতী ।
৩১। ভারতের কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক ২০১৮ সালের জানুয়ারী মাসের মধ্যে কোন মিশন চালু করতে চলেছে ?
উঃ ডিপ ওশিয়ান মিশন ।
৩২। ৩১ শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল ?
উঃ বিশ্ব তামাক বর্জিত দিবস ।
৩৩। জেনেভা ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস-এ সম্প্রতি কে জয়লাভ করেছেন ?
উঃ স্ট্যান ওয়ারিঙ্কা ।
৩৪। কোন ইন্দো মার্কিন বিচারপতি ইউএসএ সার্কিট কোর্ট অফ আপিলসের বিচারপতি হিসাবে নির্বাচিত হলেন ?
উঃ আমুল থাপার ।
৩৫। ২৬শে মে পাঞ্জাব পুলিশের কোন ডিরেক্টর জেনারেল প্রয়াত হলেন ?
উঃ কানোয়ার পাল সিং গিল ।
৩৬। মহিলাদের সুদিরম্যান কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করল ?
উঃ দক্ষিণ কোরিয়া ।
৩৭। ২০১৭ মোনাকো গ্রা-পি কার রেসিং প্রতিযোগিতায় কে জয়লাভ করলেন ?
উঃ জার্মানির সেবাস্টিয়ান ভেটেল ।
৩৮। ভারতের প্রথম ' ইলেকট্রিক মাস ট্রান্সপোর্ট প্রোজেক্ট ' কোথায় শুরু হল ?
উঃ নাগপুর , মহারাষ্ট্র ।
৩৯। ২০১৬-১৭ জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করলো ?
উঃ বরুশিয়া ডরট্মুন্ড ।
৪০। ২০১৬ সঙ্গীত নাটক আকাদেমী অ্যাওয়ার্ড পেলেন কে ?
উঃ সত্যব্রত রাউত ।
৪১। সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ?
উঃ প্রিয়াঙ্কা চোপড়া ।
৪২। সম্প্রতি কে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হিসাবে নিযুক্ত হলেন ?
উঃ নাজমা হেপ্তুল্লা ।
৪৩। ইসরোর ফ্যাট বয় নামে পরিচিত কোন স্যাটেলাইট ?
উঃ GSLV-Mk-III
৪৪। ১৩ তম এফ এ কাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করল ?
উঃ আর্সেনাল ।
৪৫ । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬শে মে কোথায় দীর্ঘতম নদী সেতুর উদ্বোধন করলেন ?
উঃ অসমের ধোলা সাদিয়ায় ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর ।

Top Post Ad

Below Post Ad

Ads Area