AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





এক নজরে পশ্চিমবঙ্গঃ১০০ টি প্রশ্নত্তোর



</
1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন—রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন=অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন=2011-এর 20শে মে
8. মমতা ব্যানার্জী দ্বিতীয়বার কবে মুখ্যমন্ত্রী হন=2016-এর 27শে মে
9. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হনকে=মমতা ব্যানার্জী

10. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
11. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
12. ভারতের প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন =মমতা ব্যানার্জী
13. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী
14. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী=মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB]
15. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন—১৯৫২
16. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন—শৈল কুমার মুখার্জী
17. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার ছিলেন—আশুতোষ মল্লিক
18. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী ছিলেন—জ্যোতি বসু
19. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী ছিলেন—বুদ্ধদেব ভট্টাচার্য্য

20. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন—পান্নালালবোস
21. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী ছিলেন—অশোক মিত্র
22. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি ছিলেন—সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
23. পঃবঙ্গের জেলা পরিষদ কটি—১৮টি(জেলা—২০টি,কোলকাতা দার্জিলিং –এ নেই)
24. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি—৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
25. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি—শিলিগুড়ি.
26. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি—৩৩৫৪টি
27. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়—১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
28. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়-১৮ই জুন ১৯৫২
29. পঃবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে—১৬তম(২০১৬তে ১৬তম নির্বাচন হয়েছে)

30. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়–৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
31. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়—১লা আগষ্ট ১৯৬৯.
32. পঃবঙ্গের পৌরসভা আছে কটি –১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
33. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত—২৯৫(নির্বাচিত-২৯৪+মনোনীত-১)
34. পঃবঙ্গে কতবার জরুরী অবস্থা জারী হয়—৪বার(১৯৬২,৬৮,৭০,৭১)
35. কোলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন—বার্নেস পীকক
36. কোলকাতা হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচার পতি—মঞ্জুলা চেল্লুর
37. পঃবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কবে পাস হয়—১৯৭৩ সালে
38. পঃবঙ্গের কয়টি বিভাগ আছে—৩টি(প্রেসিডেন্সি,বর্ধমান,জলপাইগুড়ি)
39. তৃনমূল কংগ্রেস দলের জন্ম হয় কবে=১লা জানুয়ারি১৯৯৮
40. সি.পি.আই.(এম) দলের জন্ম হয় কবে=১৯৬৪.(সি.পি.আই থেকে বেড়িয়ে এসে)
41. জ্যোতি বসু কততম মুখ্যমন্ত্রী ছিলেন—৬তম(২১জুন১৯৭৭-৬ইনভে:২০০০)
42. সি.পি.আই(এম) দলের প্রতিষ্ঠাতা কে=জ্যোতি বসু(আসল নাম জ্যোতিরিন্দ্র বসু)
43. পঃবঙ্গে তৃনমূল কবে ক্ষমতায় আসে—২০শে মে ২০১১
44. 2011 সালে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস কটি আসন পায়=184টি
45. 2011 সালে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও CPI(M) কটি করে আসন পায়=42 ও 40
46. পঃবঙ্গের রূপকার কাকে বলা হয়—বিধান চন্দ্র রায়
47. পঃবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ভারত রত্ন উপাধি পেয়েছিলেন=বিধানচন্দ্ররায়
48. পঃবঙ্গে তৃনমূল কবে দ্বিতীয়বার ক্ষমতায় আসে—২৭শে মে ২০১৬
49. 2016 ষষ্ঠদশ বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস কটি আসন পায়=211টি

50. 2016 ষষ্ঠদশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও CPI(M) কটি করে আসন পায়=44 ও 26টি
51. বর্তমান স্কুলশিক্ষা,উচ্চশিক্ষা,সংসদবিষয়ক মন্ত্রী হলেন=পার্থ চ্যাটার্জী
52. বর্তমান অর্থ ও শিল্প,আবগারী,বানিজ্যমন্ত্রী হলেন=অমিত মিত্র
53. বর্তমান অর্থ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য মন্ত্রী হলেন=সুব্রত মুখার্জী
54. বর্তমান পর্যটন দপ্তরের উপমন্ত্রী হলেন=ইন্দ্রনীল সেন
55. বর্তমান পরিবহন মন্ত্রী হলেন=শুভেন্দু অধিকারী
56. বর্তমান নগর উন্নয়ন ও পুর মন্ত্রীহলেন=ফিরাদ হাকিম
57. মুখ্যমন্ত্রীর হাতে আছে=স্বরাষ্ট্র,স্বাস্থ্য ও পরিবার কল্যান,সংখ্যালঘু উন্নয়ন,ভূমিসংস্কার,তথ্য ও সংস্কৃতি,পার্বত্য বিষয়ক,প্রশাসনিকসংস্কার,ক্ষুদ্রওছোটশিল্প
58. বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন=শোভনদেব চট্টোপাধ্যায়
59. বর্তমান কৃষি মন্ত্রী হলেন=পূর্নেন্দুবোস

60. বর্তমান খাদ্য ও সরবরাহ মন্ত্রী হলেন=জ্যোতিপ্রিয় মল্লিক
61. বর্তমান পূর্ত এবং যুবকল্যান মন্ত্রী হলেন=অরূপ বিশ্বাস
62. কারা ও উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী হলেন=অবনীমোহন জোয়ারদার
63. স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী হলেন=সাধন পান্ডে
64. তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হলেন=ব্রাত্য বসু
65. খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী হলেন=আব্দুর রজ্জাক মোল্লা
66. সমবায় মন্ত্রী হলেন=অরূপ রায়
67. তথ্য ও পরিকল্পনা রূপায়ন মন্ত্রী হলেন=আশীষ ব্যানার্জী
68. বিপর্যয় মোকাবিলা মন্ত্রী হলেন=জাভেদ খান
69. অনগ্রসর উন্নয়ন মন্ত্রী হলেন=চুড়ামনি মাহাতো

70. জলসম্পদ মন্ত্রী হলেন=সৌমেন মহাপাত্র
71. উপজাতি উন্নয়ন মন্ত্রী হলেন=জেমলকুজুর
72. কৃষি বিপনন মন্ত্রী হলেন=তপন দাশগুপ্ত
73. পর্যটন মন্ত্রী হলেন= গৌতম দেব
74. মৎস মন্ত্রী হলেন=চন্দ্রনাথ সিনহা
75. বন মন্ত্রী হলেন=বিনয় কৃষ্ণ বর্মন
76. শ্রম,আইন ও বিচার মন্ত্রী হলেন=মলয় ঘটক
77. উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন=রবীন্দ্রনাথ ঘোষ
78. সেচ ও জলপথ মন্ত্রী হলেন=রাজীব ব্যানার্জী
79. পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন=শান্তরাম মাহাতো
80. সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)হলেন=মন্টুরাম পাখিরা
81. স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)হলেন=শশী পাঁজা
82. কবে পঃবঙ্গের 11টি দপ্তরকে অবলুপ্ত করা হয়=16/12/2016*****
83. 16/12/16তে 21টি দপ্তরকে সংযুক্ত করে কটি দপ্তর করা হয়=10টি****
84. 16/12/16-র আগে পঃবঙ্গে মোট কটি দপ্তর ছিল=63টি***
85. 16/12/16তে 63টি দপ্তরকে কমিয়ে কটি দপ্তর করা হয়=52টি***
86. 16/12/16তে পঃবঙ্গে কোন নতুন দপ্তর সৃষ্টি করা হয়=পার অ্যান্ড ই-গভর্ন্যান্স****
87. পার অ্যান্ড ই-গভর্ন্যান্স দপ্তরের মন্ত্রী কে=মমতা ব্যানার্জী***
88. ডিরেক্টর অফ সেরিকালচার দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=কৃষি দপ্তর(পুর্নেন্দুর হাতে)
89. পার্বত্য বিষয়ক দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=স্বরাষ্ট্র দপ্তর(মমতার হাতে)

90. ক্রীড়া ও যুবকল্যানদপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=অরূপ বিশ্বাস
91. উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=ভূমি রাজস্ব(মমতার হাতে)
92. নারী সমাজ কল্যান ও শিশু দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=শশী পাঁজা
93. বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=জাভেদ খান
94. বিজ্ঞান-কারিগরী,বায়ো টেকনোলজি দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=উচ্চশিক্ষা(পার্থর হাতে)
95. নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=ফিরহাদ হাকিম
96. পরিকল্পনা এবং পরিসংখ্যান ও প্রকল্প দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=আশীষ বন্দ্যোপাধ্যায়
97. শুল্ক দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা=অর্থ দপ্তর(অমিতের হাতে)
98. রাষ্ট্রায়ত্ত এবং শিল্প পুনর্গঠন এবং শিল্প বানিজ্য দপ্তরকে কোন দপ্তর গঠন করা =লার্জ ইন্ডাস্ট্রিস অ্যান্ড এন্টারপ্রাইজেস.(অমিতের হাতে)
99. পশ্চিম বঙ্গের বর্তমান(2016) রাজ্যপাল কে=কেশরীনাথ ত্রিপাঠী***
100. বর্তমান(2016) কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে=নিশিতা মহাপাত্র।

Top Post Ad

Below Post Ad

Ads Area